আমেরিকায় করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ অব্যাহত রয়েছে।
গত ১দিনে দেশটির ৩ লাখ ১হাজার ৬৫৫ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আমেরিকার করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৪ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজারের বেশী মানুষের। দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞরা আশংকা করে আসছিলেন ক্রিসমাসের(বড়দিন) পর করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে, যা সত্য বলে প্রতীয়মান হচ্ছে।
এদিকে, আমেরিকার ৪২ লাখের বেশী মানুষ ইতিমধ্যে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে এবং সরকারীভাবে ১ কোটি ৩০ লাখ ডোজ ভ্যাকসিন বিতরণ করা হয়েছে। তবে লজিস্টিক সমস্যা ও হাসপাতালগুলোতে অত্যধিক চাপের কারণে টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের(২০২০) ২১শে জানুয়ারী আমেরিকার শিকাগো শহরের এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউইয়র্ক, ইলিনয়, জর্জিয়া, পেনসিলভেনিয়া, নিউজার্সির মতো অঙ্গরাজ্যগুলো করোনার অভিঘাতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে।