ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ীতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০১-১১ ১৪:৪১:৩৫

রাজবাড়ীতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ১১ই জানুয়ারী দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারী এনজিও দারিদ্র মোচন প্রচেষ্টা এ অবহিতকরণ কর্মশালার আয়োজন করেন।

  এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ। 

  উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় আয়োজিত অবহিতকরণ সভায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাস, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের রাজবাড়ী জেলার বাস্তবায়নকারী সংস্থা দারিদ্র মোচন প্রচেষ্টার চেয়ারম্যান এবিএম রোকনুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য দেন।

  সভায় উপজেলা চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস বলেন, নদী ভাঙ্গন ও প্রাথমিক বিদ্যালয় বিহীন গ্রামে বেশী করে এ ধরণের স্কুল স্থাপন করতে হবে। 

  এ উপানুষ্ঠানিক বিদ্যালয় গুলোকে মানসম্মত শিক্ষা প্রদানের জন্য আমরা সার্বিক ভাবে সহযোগিতা এবং পরিদর্শন করবো। 

  উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ বলেন, এটি সরকারের একটি ভালো পদক্ষেপ। এটাকে যথাযথ ভাবে বাস্তবায়ন করতে পারলে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে। 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ