ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
সাংবাদিক মোক্তারের পিতার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত
  • পাংশা প্রতিনিধি
  • ২০২১-০১-১১ ১৪:৪৩:১২

 রাজবাড়ীর বৃহত্তর পাংশার মৃগী ইউপিতে গতকাল ১১ই জানুয়ারী সাংবাদিক মোক্তার হোসেন ও ব্যবসায়ী আব্দুল মতিন, শরিফুল ইসলাম ও জালাল উদ্দিনের পিতা আজাহার আলী বিশ্বাসের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। 

  এ উপলক্ষে বৃহত্তর পাংশার (বর্তমানে কালুখালী উপজেলার) মৃগী ইউপির হেমায়েত খালী গ্রামের বাড়ীতে সকালে পবিত্র কোরআন খানী, যোহর নামাজের পর কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আখরজানী হেফজখানার হাফেজ মাওলানা মোঃ রবিউল আলম। অনুষ্ঠানে কুঠিপাড়া জামে মসজিদের ইমান মোঃ ইসমাইল হোসেন, আখরজানী হেফজখানার আব্দুল মমিন ও চৌমুখ-পারকুলা হেফজখানার মোঃ হারুন ও মিজানুর রহমান, উল্লেখিত হেফজখানার শিক্ষার্থীরা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, মৃগী ইউপির হেমায়েত খালী গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব আজাহার আলী বিশ্বাস ২০১৯ সালের ১১ই জানুয়ারী বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ