রাজবাড়ী জেলা কৃষক লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আবু বককার খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সদর উপজেলা কৃষক লীগ।
গতকাল ১১ই জানুয়ারী সন্ধ্যায় সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, বরাট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আঃ কাদের মুন্সী, রাজবাড়ী পৌর কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন রনি ও মেহেদী হাসান সোহাগসহ অন্যান্য নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত জেলা কৃষক লীগের এক বর্ধিত সভায় জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে মোঃ আবু বককার খানকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এ ব্যাপারে জেলা কৃষক লীগের নবনির্বাচিত আহ্বায়ক মোঃ আবু বককার খান বলেন, আমি ইতিপূর্বে জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এরপর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের ধারাবাহিকতায় জেলা কমিটির আহ্বায়ক নির্বাচিত হলাম। আমি কৃষক লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে কৃষক ভাইদের পাশে থাকতে চাই।