রাজবাড়ী জেলার কালুখালীতে গতকাল ১৫ই জানুয়ারী বিকালে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার ৭টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমবেত হয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম-আহবায়ক রাকিবুল ইসলাম লাবু, সোহেল আলী মোল্লা ও সদস্য জামির হোসেন জয়সহ অনান্য নেতাকর্মীবৃন্দ।
এ সময় উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা বিশাল বিশাল আনন্দ র্যালী নিয়ে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সমবেত হয়।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর রুকু, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, রতনদিয়া ইউপি ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাধারণ সম্পাদক রবিউল হাসান রবি, কালিকাপুর ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন, বোয়ালিয়া ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম সোহাগ, সাওরাইল ইউপি ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা এমদাদ হোসেন, সাগর মন্ডল, মিলন হোসেন, সিহাব উদ্দিনসহ ৭টি ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের প্রায় হাজার খানেক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিশাল একটি কেক কেটে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।