ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোয়ালন্দ পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে আ’লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সভানুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০১-১৬ ১৩:৫২:০০
গোয়ালন্দ পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে গতকাল ১৬ই জানুয়ারী বিকালে উপজেলা-পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

গোয়ালন্দ পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডলকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা-পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ১৬ই জানুয়ারী বিকালে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই যৌথ সভার আয়োজন করা হয়। 

  সভায় প্রধান অতিথি হিসেবে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। 

  গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সীর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, অন্যান্যের মধ্যে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি(ভারপ্রাপ্ত) ও নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত শহিদুল ইসলাম খান, সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, মামুন অর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দির রনি, উপ-দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক এনামুল হক মৃধা, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল, সাধারণ সম্পাদক সাব্বির খান মুন্নু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

  সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। নৌকা প্রতীকের সাথে দলীয় নেতাকর্মীদের কেউ বেঈমানী করলে তার বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি কাঁধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ