রাজবাড়ী থানা পুলিশের গত ২দিনের অভিযানে মাদকসহ, সাজাপ্রাপ্ত ও মামলার পলাতক ৯জন আসামী গ্রেফতার হয়েছে। গত ২৬ ও ২৭শে জানুয়ারী রাতে রাজবাড়ী থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গত ২৭শে জানুয়ারী দিনগত রাতে গ্রেফতারকৃতরা হলো ঃ সুলতানপুর খেয়া ঘাট বাজার হতে ২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোটর সাইকেলসহ ফরিদপুরের কোতয়ালী থানাধীন ধুলদি রাজাপুর গ্রামের মৃত ছাদেক আলী মোল্লার ছেলে লুৎফর মোল্লা(৩৮), সি.আর-০৭/২১ নং মামলার আসামী রাজবাড়ী সদর উপজেলাধীন বাগমারা গ্রামের ছবদার শেখের ছেলে সোহাগ শেখ, মৃত ছলেমান মিজির ছেলে সিডু মিজি, ননজিআর-১০/২০ নং মামলার আসামী একই গ্রামের (বাগমারা) মৃত মোহাম্মদ আলী মুন্সির ছেলে কামরুজ্জামান মুন্সি, জি.আর-৫৯৪/১৮ নং মামলার আসামী আলাদীপুর গ্রামের মৃত হোসেন আলী মন্ডলের ছেলে আঃ খালেক মন্ডল, সি.আর-৪১৮/২০ নং মামলার আসামী মাটিপাড়া গ্রামের আক্কাছ আলী মিয়ার স্ত্রী ববিতা বেগম, জি.আর ৩৯১/১৮ নং মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী রাজবাড়ী শহরের বিনোদপুর লোকোশেড এলাকার রবি কর্মকারের ছেলে কালু কর্মকার, জি.আর-২৩০/১৪ নং মামলার পলাতক আসামী সদর উপজেলাধীন পাকুরিকান্দা পশ্চিমপাড়া গ্রামের মৃত দারোগ আলী সরদারের ছেলে আমিরুল ইসলাম সরদার এবং সি.আর-৫২১/২০ নং মামলার পলাতক আসামী রাজবাড়ী রেলগেটের হাবিব ফার্মেসীর আঃ জলিল শেখের ছেলে আমজাদ হোসেন।
রাজবাড়ী থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে প্রথম ৬ জন (লুৎফর, সোহাগ, সিডু, কামরুজ্জামান, খালেক ও ববিতাকে গত ২৭শে রাতে এবং পরের ৩ জনকে(কালু, আমিরুল ও আমজাদ) ২৬শে জানুয়ারী রাতে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।