ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
কুয়াশার কারণে সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরী চালু
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০১-২৯ ১৩:১১:০৮
কুয়াশার কারণে গত বৃহস্পতিবার দিনগত রাত দেড়টা থেকে গতকাল ২৯শে জানুয়ারী শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সাড়ে ৭ঘন্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন আটকা পড়ে -মাতৃকণ্ঠ।

কুয়াশার কারণে গত বৃহস্পতিবার দিনগত রাত দেড়টা থেকে গতকাল ২৯শে জানুয়ারী শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সাড়ে ৭ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল শুরু হয়েছে। 

  দীর্ঘ সময় ফেরী চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় যানবাহনগুলোর যাত্রী ও চালক-শ্রমিকদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। ফেরী চালু হওয়ার পর সবার মধ্যে স্বস্তি ফিরে আসে।   

  বিআইডব্লিটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ রাখা হয়। চালু হওয়ার পর পারাপারের ক্ষেত্রে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দেয়া হয়। বর্তমানে এই রুটে ছোট-বড় ১৬টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ