ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কুয়াশার সমস্যা ঃ ৭ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরী চালু
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০২-০১ ১৩:২৬:০৩

কুয়াশার সমস্যার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল ৭ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। 

  বরাবরের মতো কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে গতকাল ১লা ফেব্রুয়ারী ভোর রাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ রুটের ফেরী চলাচল বন্ধ রাখা হয়। দীর্ঘ সময় ফেরী চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় যানবাহনগুলোর যাত্রী ও চালক-শ্রমিকদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। ফেরী চালু হওয়ার পর সবার মধ্যে স্বস্তি ফিরে আসে।   

  বিআইডব্লিটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ রাখা হয়। চালু হওয়ার পর পারাপারের ক্ষেত্রে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দেয়া হয়।

  উল্লেখ্য, গত প্রায় এক মাস যাবৎ একইভাবে কুয়াশার সমস্যার কারণে দীর্ঘ সময় ধরে দফায় দফায় এ রুটের ফেরী চলাচল বন্ধ রাখা হয়। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ