ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ীতে শিক্ষকদের ৬দিনব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২১-০২-০১ ১৩:২৮:০০
রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে গতকাল ১লা ফেব্রুয়ারী সকালে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ মাহাবুর রহমান বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শিক্ষকদের অংশগ্রহণে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ৬ দিনব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

  গতকাল ১লা ফেব্রুয়ারী সকালে রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ মাহাবুর রহমান। 

  সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, সদর উপজেলার সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুল করিম ও ইয়াছিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 

  আইসিটি বিষয়ক এই প্রশিক্ষণে রাজবাড়ী সদর উপজেলার ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করছে।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ