ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে শিক্ষকদের ৬দিনব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২১-০২-০১ ১৩:২৮:০০
রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে গতকাল ১লা ফেব্রুয়ারী সকালে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ মাহাবুর রহমান বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শিক্ষকদের অংশগ্রহণে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ৬ দিনব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

  গতকাল ১লা ফেব্রুয়ারী সকালে রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ মাহাবুর রহমান। 

  সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, সদর উপজেলার সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুল করিম ও ইয়াছিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 

  আইসিটি বিষয়ক এই প্রশিক্ষণে রাজবাড়ী সদর উপজেলার ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করছে।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ