ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারণায় কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ
  • চঞ্চল সরদার
  • ২০২১-০২-০৬ ১৩:৫৩:৩৭
রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরীর পক্ষে গতকাল ৬ই ফেব্রুয়ারী কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ শহরে প্রচারণায় নেমে ভোট চান -মাতৃকণ্ঠ।

আগামী ১৪ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরীর পক্ষে প্রচারণায় নেমেছে কেন্দ্রীয় যুবলীগের নেতারা।

  গতকাল ৬ই ফেব্রুয়ারী বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে নেতৃবৃন্দ শহরে নৌকার পক্ষে ভোট চান ও পথসভা করেন। 

  শহীদ স্মৃতি ফলক চত্বরে পথসভায় সময় কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক(ঢাকা বিভাগ) ডাঃ মোঃ হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সরদার মোহম্মদ আলী মিন্টু, রাজবাড়ী সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরীফ, পৌর যুব লীগের সভাপতি সাফায়েত হোসেন পাতা, সাধারণ সম্পাদক ও আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত হাসানসহ প্রমুখ বক্তব্য রাখেন। সভা উপস্থাপনা করেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডঃ ইয়াছির আরাফাত রামিম। 

  এ সময় তারা বলেন, আগামী ১৪ই ফেব্রুয়ারী তারিখে নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকাকে জয়ী করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নৌকা ছাড়া কোন বিকল্প নেই। সকল ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করে নৌকার জয় নিশ্চিত করতে হবে। 

  আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আবারো যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী উপস্থিত ছিলেন।

  কাজী ইরাদত আলী বলেন, নৌকা প্রতীক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। নৌকার মাধ্যমে তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আজকে আমি বলবো বঙ্গবন্ধুর স্বপ্নের সাথে কেউ বেঈমানী করবেন না, তার রক্তের সাথে বেঈমানী করবেন না। নৌকার বিজয়ে আমরা সবাই কাঁধে কাধ মিলিয়ে  কাজ করবো। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ