ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
গোয়ালন্দের মেয়র নিজাম ও তার ভাই বিদ্রোহী মেয়র প্রার্থী নজরুলকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০২-০৬ ১৩:৫৬:৩৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম ও তার ছোট ভাই স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ মোঃ নজরুল ইসলামকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। 

  গত ৪ঠা ফেব্রুয়ারী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর স্বাক্ষরিত পৃথক পত্রের মাধ্যমে তাদেরকে বহিষ্কার করা হয়। 

  মেয়র শেখ মোঃ নিজামের বহিষ্কারের পত্রে উল্লেখ করা হয়েছে, ‘আপনি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য হিসেবে স্বীয় পদে বহাল থেকে আগামী ১৪ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য গোয়ালন্দ পৌরসভার নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীক প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী মেয়র প্রার্থীর পক্ষে সক্রিয় অংশগ্রহণ ও প্রকাশ্যে প্রচারাভিযান পরিচালনা করছেন। উল্লেখিত বিষয়টি উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আপনাকে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য পদ থেকে বহিষ্কার করা হল। একইসাথে আপনার প্রাথমিক সদস্যপদ থেকে কেন বহিষ্কার করা হবে না, সে মর্মে আগামী এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে নিম্নস্বাক্ষরকারীর বরাবর (জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী) কারণ দর্শাতে বলা হল।’

  অপরদিকে, মেয়র শেখ মোঃ নিজামের ছোট ভাই পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ মোঃ নজরুল ইসলামকে বহিষ্কারের পত্রে উল্লেখ করা হয়েছে, ‘আপনি আগামী ১৪ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য গোয়ালন্দ পৌরসভার আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়ে পৌর আওয়ামী লীগ বরাবর আবেদন করেন এবং তৃণমূলের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মোঃ নজরুল ইসলাম মন্ডলকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন। আপনি উক্ত মনোনয়নকে চ্যালেঞ্জ করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী মেয়র প্রার্থী হিসেবে প্রচারাভিযান পরিচালনা করছেন। উল্লেখিত বিষয়টি উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আপনাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হল।’

  বহিষ্কারের বিষয়ে গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম বলেন, ‘আমাকে অগঠনতান্ত্রিক ভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রেও আমার বিষয়ে ভূল ব্যাখ্যা দেয়া হয়েছে বলে মনে করি। আমরা পারিবারিকভাবেই বঙ্গবন্ধুর চেতনা লালন করি। এই চেতনা থেকেই জনগণের জন্য কাজ করে যাবো। কোন কূট কৌশলই আমাকে বঙ্গবন্ধুর আদর্শ হতে বিচ্যুত করতে পারবে না।’

  শেখ মোঃ নজরুল ইসলাম বলেন, ‘আমার বড়ভাই পৌরসভার ৩ মেয়াদে টানা ১৯ বছরের মেয়র। তিনি দলের স্থানীয় নানা কূট কৌশলের শিকার হয়ে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে নির্বাচন হতে সরে দাঁড়িয়েছেন। কিন্তু পৌরবাসীর ব্যাপক দাবীর মুখে এবং তাদের নিরাপত্তা ও দায়বদ্ধতার জায়গা হতে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আশা করি জনগণই ব্যালটের মাধ্যমে আমাদের সাথে ঘটে যাওয়া একের পর এক অন্যায়ের জবাব দেবে।’

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ