ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
৪র্থ দিনে রাজবাড়ীতে কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন ১৩৬৫ জন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০২-১০ ১৪:৫৬:২৯
রাজবাড়ী জেলা সদর হাসাপাতাল থেকে গতকাল ১০ই ফেব্রুয়ারী সকালে দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলায় করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হওয়ার চতুর্থ দিনে গতকাল ১০ই ফেব্রুয়ারী আরও ১৩৬৫ জন ভ্যাকসিন নিয়েছেন। তাদের মধ্যে ৯৩৩ জন পুরুষ ও ৪৩২ জন মহিলা।  

  স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে ৫২৯ জন পুরুষ ও ২১৯ জন মহিলাসহ ৭৪৮ জন রাজবাড়ী সদর উপজেলার, ১৪৮ জন পুরুষ ও ৭০ জন মহিলাসহ ২১৮ জন পাংশা উপজেলার, ১০৮ জন পুরুষ ও ৪১ জন মহিলাসহ ১৪৯ জন কালুখালী উপজেলার, ৮০ জন পুরুষ ও ৭০ জন মহিলাসহ ১৫০ জন বালিয়াকান্দি উপজেলার এবং ৬৮ জন পুরুষ ও ৩২ জন মহিলাসহ ১০০ জন গোয়ালন্দ উপজেলার।  

  উল্লেখ্য, রাজবাড়ী জেলায় ৩৬ হাজার ডোজ করোনার টিকা এসে পৌঁছেছে। জেলা সদর হাসপাতালসহ পাংশা, কালুখালী, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেজিস্ট্রেশনকৃতদের মধ্যে পর্যায়ক্রমে টিকা প্রদান করা হচ্ছে। চল্লিশোর্ধ্ব বয়সীরাই কেবল এ টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছেন। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ