ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
গোয়ালন্দ মোড়ে ২দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল
  • মাহ্ফুজুর রহমান
  • ২০২১-০২-১৩ ১৪:৫৮:৩৫

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার পাটোয়ারী বাড়ী প্রাঙ্গণে গতকাল ১৩ই ফেব্রুয়ারী বিকাল(বাদ আছর) থেকে ২দিনব্যাপী ৬১তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল শুরু হয়েছে। 

  ১ম দিনে মাওলানা ইসমাইল হোসেন বুখারী, গোয়ালন্দের মাওলানা শাহ্ মাহবুউল হক আব্বাসী, ভান্ডারিয়া দরবার শরীফের মাওলানা শাহ মাহদিউল হক মোর্শেদসহ অন্যান্য ওলামায়ে কেরামগণ ওয়াজ ও জিকির করেন।

  মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি আঃ লতিফ পাটোয়ারী ও সাধারণ সম্পাদ কালু পাটোয়ারী জানান, আজ ১৪ই ফেব্রুয়ারী শেষ দিনে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন ঢাকার দক্ষিণ মহাখালী জামে মসজিদের খতিব হযরত মাওলানা আল্লামা মোঃ আব্দুল্লাহ আল আমিন এবং বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করবেন ভান্ডারিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির।

পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
 দৌলতদিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ॥২৪ ঘন্টায় ৫৯৪৬ যানবাহন নদী পার
 দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার
সর্বশেষ সংবাদ