ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
পদ্মায় তেলবাহী কার্গোর সাথে সংঘর্ষে অল্পের জন্য বেঁচে গেল লঞ্চ যাত্রীরা
  • আবুল হোসেন
  • ২০২১-০২-১৩ ১৫:০২:৪০
গতকাল ১৩ই ফেব্রুয়ারী বেলা ১২টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী একটি লঞ্চের সাথে তেলবাহী একটি কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে -মাতৃকণ্ঠ।

গতকাল ১৩ই ফেব্রুয়ারী বেলা ১২টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী একটি লঞ্চের সাথে তেলবাহী একটি কার্গো জাহাজের(ওয়েল ট্যাংকার) সংঘর্ষের ঘটনা ঘটে।

  এতে কেউ হতাহত না হলেও লঞ্চযাত্রীদের ৬/৭ জন কার্গোর ধাক্কায় ছিটকে নদীতে পড়ে যায়। তাদের পাশাপাশি ভয় পেয়ে আরো ৩০/৪০ জন নদীতে লাফ দেয়। পরে ঘটনাস্থলের কাছে থাকা ফেরী ও নৌকাগুলো তাদেরকে উদ্ধার করে। 

  ক্ষতিগ্রস্ত লঞ্চটির চালক আবুল হোসেন জানান, পাটুরিয়া থেকে ছেড়ে চারভাগের তিনভাগের মতো আসার পর দেখি ২টি ওয়েল ট্যাংকার পাল্লা দিয়ে আসছে। আমি দ্রুত ব্রেক করে লঞ্চকে পিছনে নেয়ার চেষ্টা করলেও একটি ওয়েল ট্যাংকার লঞ্চের মাঝামাঝিতে সজোরে ধাক্কা দেয়। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ