ঢাকা শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
বালিয়াকান্দিতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য নিহত
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২১-০২-২১ ১৭:৩০:৩৫

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৃষ্ট দুর্ঘটনায় হাদী শেখ রনি(৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। 

  গতকাল ২১শে ফেব্রুয়ারী দুপুরে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের সামনে রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য হাদী শেখ রনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইকাকান্দি গ্রামের পিয়ার আলীর ছেলে এবং ডিএমপির তেজগাঁও বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। 

  জানা গেছে, পুলিশ কনস্টেবল রনি ও তার স্ত্রী সুমাইয়া বেগম ঢাকা থেকে মোটর সাইকেযোগে বাড়ীতে আসছিলেন। বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছানোর পর মোটর সাইকেলের পাশে বেঁধে রাখা ব্যাগ ছিঁড়ে পড়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সাথে গিয়ে সজোরে ধাক্কা লাগে। পার্শ্ববর্তী ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় রনি ও তার স্ত্রীকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি ঘটলে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথেই রনির মৃত্যু হয়।

এবার সেই প্রভাষক শামীমাকে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষের শোকজ
পাংশায় জাটকা আহরণে বিরত থাকায় জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
বালিয়াকান্দিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সর্বশেষ সংবাদ