র্যাবের অভিযানে কুষ্টিয়া পৌরসভাধীন কুমারগাড়া বিটিসি মোড় এলাকা থেকে ১ বোতল বিদেশী মদ ও ৭ ক্যান বিয়ারসহ আব্দুল হাদী খান(৬০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ৩রা মার্চ সকালে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল হাদী খান কুমারগাড়া এলাকার মৃত সাবজান খানের ছেলে।
উদ্ধারকৃত বিদেশী মদ ও বিয়ারসহ র্যাব তাকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।