ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারের শাখা স্থাপন করার আবেদন
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২১-০৩-০৩ ১৩:৪৫:৫৮

জনদুর্ভোগ লাঘবে রাজবাড়ীতে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভেক)-এর শাখা স্থাপন করার জন্য গতকাল ৩রা মার্চ ইন্ডিয়ান হাইকমিশনার বরাবার রাজবাড়ী সদর উপজেলার ভবাণীপুর গ্রামের বাসিন্দা আব্দুস সালাম শেখ অনলাইনে ও রেজিস্ট্রিকৃত ডাকযোগে আবেদন করেছেন।

  আবেদনে উল্লেখ করা হয়েছে, চিকিৎসা-ভ্রমণসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিনিয়ত রাজবাড়ীর অনেক মানুষকে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে হয়। রাজধানী ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোসহ অধিকাংশ জেলা শহরে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভেক)-এর শাখা স্থাপন করা হলেও রাজবাড়ী তথা বৃহত্তর ফরিদপুরে এর কোন শাখা স্থাপন করা হয়নি। এর ফলে রাজবাড়ীর সাধারণ মানুষকে ভারতীয় ভিসার আবেদন করতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। এমতাবস্থায় জরুরী ভিত্তিতে রাজবাড়ীতে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভেক)-এর শাখা স্থাপন করা আবশ্যক হয়ে পড়েছে। 

  এ ব্যাপারে আবেদনকারী আব্দুস সালাম শেখ বলেন, রাজবাড়ী তথা বৃহত্তর ফরিদপুরের মানুষ যাতে সহজে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারেন সে জন্য আমি রাজবাড়ীতে আইভেক এর শাখা স্থাপনের আবেদন করেছি।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ