ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ কর্মসূচী পালিত
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২১-০৩-০৪ ১৫:৪২:০৬
আটক ছাত্রনেতাদের মুক্তির দাবীতে গতকাল ৪ঠ মার্চ দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদ -মাতৃকণ্ঠ।

আটক ছাত্রনেতাদের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদ।
  গতকাল ৪ঠ মার্চ দুপুরে রাজবাড়ী শহরের ১নং রেলগেট এলাকার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। 
  এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওছার আহম্মেদ রিপন, সাবেক সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিরাজ, সহ-সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ ডিজিটাল নিরাপত্তা আইনে আটকের পর কারাবন্দী অবস্থায় প্রগতিশীল লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে আয়োজিত মশাল মিছিল থেকে গ্রেফতারকৃত ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের অনতিবিলম্বে মুক্তির দাবী জানান। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ