ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশ প্রাপ্তিতে গোয়ালন্দে পুলিশের আনন্দ উদযাপন
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৩-০৭ ১৬:৩৭:১৪
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আয়োজনে গতকাল ৭ই মার্চ বিকালে আনন্দ উদযাপন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত প্রাপ্তি উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দে আনন্দ উদযাপন করেছে পুলিশ। 

  এ উপলক্ষে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আয়োজনে গতকাল ৭ই মার্চ বিকাল ৩টায় গোয়ালন্দ পৌরসভার হলরুমে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও কবুতর অবমুক্ত করার পর কেক কাটা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়াও অনুষ্ঠানস্থল হতে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ৭ই মার্চের জাতীয় অনুষ্ঠান সম্প্রচার করা হয়। 

  গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার,  রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির প্রমুখ বক্তব্য রাখেন। 

  অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ