ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
পাংশা উপজেলায় স্কাউটের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৩-০৯ ১৬:১৭:৩৬

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ৯ই মার্চ সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান ও কাব স্কাউট লিডারদের দল গঠন ও পরিচালনা সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন।

  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, স্কাউটের উডবেজার শচী নন্দন দাস, রাজবাড়ী সদর উপজেলা স্কাউটস’র সম্পাদক সুকুমার বিশ্বাস, রাজবাড়ী জেলা কাব লিডার হরিশীত ঘোষ, পাংশা উপজেলা স্কাউটস’র যুগ্ম সম্পাদক ও হাবাসপুর মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ জাকির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা স্কাউটস’র সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম।

  অনুষ্ঠানে পাংশা উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম শরিফুল হুদা সাগর মাষ্টার, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ স্কাউটস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ