ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
রাজবাড়ী জেলায় আরো ৬জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-২৩ ১৪:৪২:৪৩

রাজবাড়ী জেলায় আরো ৬জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৩শে মার্চ তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের ৩জন রাজবাড়ী সদর ও ৩ জন পাংশা উপজেলার। 

  রাজবাড়ীর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এনিয়ে রাজবাড়ী জেলায় এ পর্যন্ত ৩হাজার ৫০৪ জনের করোনা শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে ৩হাজার ৪৩৩ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৩০ জন মারা গেছেন। এছাড়া ৩জন হাসপাতালে ভর্তি এবং ২৮ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। 

  অপরদিকে গতকাল ২৩শে মার্চ পর্যন্ত রাজবাড়ী জেলার ২৮ হাজার ৩২১ জন করোনার টিকা গ্রহণ করেছেন। 

  উল্লেখ্য, সম্প্রতি রাজবাড়ী জেলায় করোনা সংক্রমণের সংখ্যা হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ