ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী পৌরসভার আয়োজনে আন্তজার্তিক নারী দিবস পালন
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২১-০৩-২৪ ১৬:৩৮:২৯
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজবাড়ী পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে গতকাল ২৪শে মার্চ সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে ‘করোনাকালে নারী নেতৃত্ব-গড়বে নতুন সমতার বিশ্ব’ -শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 

  গতকাল ২৪শে মার্চ সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে প্রথমে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান সড়ক দিয়ে পান্না চত্ত্বর এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। 

  এ সময় নবনির্বাচিত পৌর মেয়র আলমগীর শেখ তিতু, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর নির্মল কৃষ্ণ চক্রবর্তী শেখর এবং সংরক্ষিত ১নং (১, ২ ও ৩) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফারজানা আলম ডেইজী বক্তব্য রাখেন। পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণসহ অন্যান্যরা এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ