ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মসূচী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-২৫ ১৭:০৫:৫৫

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে রাজবাড়ী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। 

  কর্মসূচীর মধ্যে রয়েছে ঃ আজ ২৬শে মার্চ প্রত্যুষে রাজবাড়ী পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৮টা হতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের বঙ্গবন্ধুর ভাস্কর্য, শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, লোকোশেড বধ্যভূমি, লক্ষ্মীকোলের মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদিকের ও নিউ কলোনীর মুক্তিযোদ্ধা শহীদ আঃ আজিজ খুশির কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, আনসার-ভিডিপি, কলেজ-বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, সরকারী শিশু পরিবার, রোভার স্কাউটস, বয়েজ স্কাউটস, গার্লস গাইড, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ ও কুচকাওয়াজ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, দুপুর ১২টায় রাজবাড়ী অফিসার্স ক্লাবের মুক্তমঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রীতি সম্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান, সাড়ে ১২টায় সাধনা সিনেমা হলে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও রাজবাড়ী শিশু পার্ক সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যবস্থাকরণ, বাদ জুম্মা জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দ্বারা সজ্জিতকরণ, দুপুরে জেলা কারাগার, সরকারী শিশু পরিবার ও সরকারী হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, বিকাল ৩টায় রাজবাড়ী অফিসার্স ক্লাব ও লেডিস ক্লাব প্রাঙ্গণে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা, সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে কাবাডি, প্রীতি ফুটবল ও প্রদর্শনী ক্রিকেট প্রতিযোগতা, রাজবাড়ী রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বর ও জেলাধীন সকল উপজেলায় প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, সন্ধ্যায় শহরের প্রধান প্রধান সড়কসমূহ, ও সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানসমূহে আলোকসজ্জা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় রাজবাড়ী অফিসার্স ক্লাবের মুক্তমঞ্চে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ