ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে সংসদ সদস্য ও জেলা আ’লীগ সেক্রেটারীর করোনা মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৩-৩১ ১৭:০২:৪৪
করোনায় আক্রান্ত রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ তাদের দুই পরিবারের সদস্যদের আশু করোনা মুক্তির কামনা করে গতকাল বুধবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ

করোনায় আক্রান্ত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ তাদের দুই পরিবারের সদস্যদের আশু করোনা মুক্তির কামনা করে গতকাল বুধবার সন্ধ্যায় পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

  রাজবাড়ী জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এই দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। 

  এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গণেশ নারায়ন চৌধুরী, সহ-সভাপতি ফকুরুজ্জামান মুকুট, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আজম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ মোঃ সফিকুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতুসহ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। দোয়া মাহফিল পরিচালনা করে আটাশ কলোনী জামে মসজিদের ইমাম মোঃ সেলিম উদ্দিন দেওয়ান।

  উল্লেখ্য, আগামী শুক্রবার বাদ জুম্মা রাজবাড়ী শহরের খানকা পাক বড় মসজিদসহ একাধিক মসজিদ ও ১৪টি ইউনিয়নের বিভিন্ন মসজিদে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ তাদের পরিবারের সদস্যদের করোনা ভাইরাস মুক্তি কামনায় দোয়া মাহফিল এবং মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা করা হবে।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ