ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে বালিয়াকান্দিতে ২জন গ্রেফতার
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৪-০১ ১৫:০৮:৪৮

ফেসবুকে গুজব ও উগ্রবাদী কর্মকান্ড পরিচালনার দায়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থেকে ২জনকে র‌্যাব-৩ এর একটি দল গ্রেফতার করেছে। 

  গত ৩১শে মার্চ সন্ধ্যায় তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে বলে বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

  গ্রেফতারকৃতরা হলো ঃ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মধ্যপাড়া গ্রামের মৃত আবুল কাসেম মন্ডলের ছেলে আশিক মন্ডল(২৫) ও বহরপুর উত্তরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শাকিল শেখ (১৯)।

  বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, গ্রেফতারকৃত দুই যুবক মোবাইল ও কম্পিউটারের সহযোগিতায় বিভিন্ন ফেসবুক আইডি খুলে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিনষ্ট করণসহ সাধারণ মানুষকে দাওয়াতি পরিচালনা করে আসছিল।

  এ ব্যাপারে র‌্যাব-৩ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছে।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ