ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ী জেলায় আরো ৫৪জন করোনা পজিটিভ॥মোট আক্রান্ত ৩৬৫১ জন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৪-০৪ ১৫:২৬:১৯

রাজবাড়ী জেলায় নতুন আরো ৫৪ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হওয়ায় মধ্যে দিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৫১ জনে উন্নীত হয়েছে।

  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন গতকাল ৪ঠা এপ্রিল জানান, গত ৩১শে মার্চ ও ১লা এপ্রিল রাজবাড়ী জেলা থেকে সংগৃহীত ১৩৫ জনের প্রেরিত নমুনা ঢাকায় আইসিডিডিআরবি’র ল্যাবে আরটি-পিসিআর পরীক্ষার মাধ্যমে ৫৪ জনের পজিটিভ পাওয়া গেছে।

  আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৩২ জন পজিটিভ, পাংশা উপজেলায় ১৮ জন এবং গোয়ালন্দ উপজেলার ৪ জন রয়েছে। 

  এ নিয়ে জেলায় এ পর্যন্ত শনাক্ত হওয়া মোট ৩৬৫১ জন পজিটিভ রোগীর রাজবাড়ী সদর উপজেলায় ১৯৮৮ জন, পাংশা উপজেলায় ৮০৫ জন, কালুখালী উপজেলায় ২৪০ জন, বালিয়াকান্দি উপজেলায় ৩২৯ জন এবং গোয়ালন্দ উপজেলায় ২৮৯ জন রয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৩৪৭৪ জন। মারা গেছে ৩১জন।

  বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ১৪৩ জন। এরমধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৯২ জন, পাংশা উপজেলায় ৩৯ জন, কালুখালী উপজেলায় ২জন ও গোয়ালন্দ উপজেলায় ১০ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। আক্রান্তদের মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩ জন।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ