ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে ১দিনে আরো ৩জনের করোনা শনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৪-০৭ ১৬:৪৫:৩৪

রাজবাড়ীতে নতুন করে একদিনে আরো ৩জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে  ৩৬৮৫ জন।

গতকাল ৭ই এপ্রিল দুপুরে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

  রাজবাড়ীর সিভিল সাজর্ন ডা: মোহাম্মদ ইব্রাহিম জানান, রাজবাড়ী সদর হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন এর মাধ্যমে ৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। দেখা যায় ৩জনের শরীরে করোনা পজেটিভ। তাদের সবার বাড়িই সদর উপজেলায়।

  এদিকে প্রতিদিন করোনার উপসর্গ নিয়ে বিপুল সংখ্যক মানুষ পরীক্ষার জন্য নমুনা দিলেও আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট আসছে দেরীতে। এতে ভুক্তভোগীদের করোনার চিকিৎসা পেতে বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।    

  উল্লেখ্য, এ পর্যন্ত রাজবাড়ীতে ৩৬৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৩৫১৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১জনের। অন্যদের মধ্যে ৭জন হাসপাতালের আইসোলেশনে ও ১৩৪ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ