ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী জেলায় নতুন করে ৪জনের শরীরে করোনা শনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৪-১৫ ১৫:০৮:১৩

রাজবাড়ী জেলায় নতুন করে একদিনে আরো ৪জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও সদর উপজেলার ১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৩হাজার ৮৪১ জন। এছাড়াও মৃত্যু হয়েছে ৩৬ জনের।

  গতকাল ১৫ই এপ্রিল বিকালে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, রাজবাড়ী সদর ও পাংশা হাসপাতালে স্থানীয়ভাবে র‌্যাপিড এ্যান্টিজেন্ট পরীক্ষার মাধ্যমে উক্ত ৪জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরমধ্যে রাজবাড়ী সদরে ১জন ও পাংশায় ৩জন রয়েছে। তিনি আরো জানান, এ পর্যন্ত জেলাতে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৩৮৪১জন। তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২হাজার ১শত ৬জন , পাংশায় ৮শত৪৯, কালুখালীতে ২শত ৪৫জন, বালিয়াকান্দিতে ৩৩২জন, গোয়ালন্দ উপজেলার ৩শত ৯ জন।

  তার মধ্যে থেকে সুস্থ হয়েছে ৩৫৩২জন। সদর উপজেলার ১হাজার ৯শত ১৮জন, পাংশায় ৭শত ৭০জন, কালুখালীতে ২শত ৩৭জন, বালিয়াকান্দিতে ৩শত ২৭জন, গোয়ালন্দ উপজেলার ২শত ৮০ জন।

  এছাড়াও মৃত্যু হয়েছে ৩৬জনের। সদর উপজেলার ২০জন, পাংশায় ৯জন, কালুখালীতে ৩জন, বালিয়াকান্দিতে ২জন, গোয়ালন্দ উপজেলার ২জন। করোনা রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি আছে ১০জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ২৬৩জন।

  উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ই এপ্রিল রাতে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজগর আলী(৭০) নামে ব্যক্তি মারা গেছে। তিনি কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের জাবেদ আলীর ছেলে। 

  জানা যায়, আজগর আলীর জ্বর ও শ্বাসকষ্ট থাকায় করোনা পরীক্ষা করালে রিপোর্টে পজিটিভ আসে। তখন থেকে তিনি হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। গত ১৩ই এপ্রিল রাত ৯টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হলে রাত ১০টা ৫০ মিনিটে মারা যায়। 

  এর আগে গত ১১ই এপ্রিল দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর(নয়ানদিয়া) এলাকার মোছাঃ চায়না(৪০) নামে এক মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত  হয়ে মারা যায়।

  গত ১১ই এপ্রিল দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে করোনা ইউনিনিটে ভর্তি হওয়ার কিছু পরেই তিনি মারা যান বলে জানা গেছে।

  দেশে ২০২০ সালের ৮ই মার্চ প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত করা হয়। আর রাজবাড়ী জেলায় প্রথম সনাক্ত হয় একই বছরের গত ৭ই এপ্রিল। ওইদিন থেকে ১৩ই এপ্রিল পর্যন্ত মারা গেছে ৩৬ জন। যার মধ্যে দ্বিতীয় ঢেউ শুরুর পর মৃত্যু হয় ৬জনের। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ