ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় কালুখালীর ৩টি ফার্মেসীকে জরিমানা
  • রাকিবুল ইসলাম
  • ২০২১-০৪-১৯ ১৪:৫০:৩৪

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে গতকাল সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

  রতনদিয়া(অরুণগঞ্জ) বাজারের নিত্য প্রয়োজনীয় ও ওষুধের দোকানে অভিযান চালানো হয়। 

  অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় সরদার মেডিকেল হলকে ৫০০ টাকা, নিউ সেবা ফার্মেসীকে ৫০০ টাকা ও হোসেন মেডিকেল হলকে ১হাজার টাকা জরিমানা করা হয়। 

  অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম। কালুখালী থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। এ সময় এছাড়াও রতনদিয়া বাজার বণিক সমিতির সভাপতি এমদাদুল হক দুদু ও সাধারণ সম্পাদক রনজয় কুমার বসু উপস্থিত ছিলেন। 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ