ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
রাজবাড়ী সদরের আটদাপুনিয়ায় স্ত্রী মর্জিনাকে কুপিয়ে হাসপাতালে পাঠিয়ে স্বামী খলিল সেখ পলাতক
  • হেলাল মাহমুদ
  • ২০২১-০৪-২০ ১৪:৫৭:০৪

পারিবারিক কলহের জেরে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে গতকাল ২০শে এপ্রিল সকালে স্ত্রী মর্জিনা বেগম (২৫)কে কুপিয়ে মারাত্ম জখম করে হাসপাতালে পাঠালো তার পাষান্ড স্বামী খলিল সেখ।

  গুরুতর আহত অবস্থায় মর্জিনা বেগমকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করার পর সেখানে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

  আহত মর্জিনা বেগমের মা হাসপাতালে সাংবাদিকদের বলেন, বিগত ১০ বছর আগে আমার মেয়ে মর্জিনার সাথে তার স্বামী খলিল সেখের বিয়ে হয়। তাদের ঘরে দুইটি ছেলে সন্তানও রয়েছে। মাঝে মাঝে মর্জিনার সাথে তার  কথাকাটি হতো। আজকে হঠাৎ করে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বামী খলিল সেখ স্ত্রী মর্জিনা বেগমকে হাতের কাছে থাকা বটি দিয়ে কুপিয়ে মাথা ও চোখে জখম রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করলে তার শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলছেন। এখন তাকে ফরিদপুর নিতে হবে বলে জানান তিনি।

  রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনাটি জানার পর থানার মোবাইলটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এ পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দোষীর বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ