ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ জনের জরিমানা
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৪-২৯ ১৫:০৮:২৯
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গতকাল ২৯শে এপ্রিল রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতের পরিচালিত অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ১৩ জনকে ৫ হাজার ৭শত টাকা জরিমানা করা হয় -মাতৃকণ্ঠ।

কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ীর জেলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগমের নির্দেশনায় ভ্রাম্যমান আদালতের পরিচালিত অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ১৩ জনকে ৫ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে।

  গতকাল ২৯শে এপ্রিল সকাল থেকে বিকাল পর্যন্ত রাজবাড়ী শহরের বাজবাড়ী বাজার, হাসপাতাল রোড, পাবলিক হেলথ মোড় ও নতুন বাজারের দোকান ও শপিংমলগুলোকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে উক্ত জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। 

  জানা গেছে, স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ১০টি মামলায় ১৩ জনকে দঃ বিঃ’র ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়। 

  এছাড়ও স্বাস্থ্য সচেতনতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার জনগণের মাঝে বিতরণ করেন। এ সময় তারা জানান, জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে। 

  ভ্রাম্যমান আদালত পরিচালনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের দুইটি টিম সহযোগিতা করেন।  

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ