ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
মহান মে দিবসে রাজবাড়ীতে সিপিবি’র আলোচনা সভা
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৫-০১ ১৬:৫১:৩২
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ১লা মে বেলা ১১টার দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি(সিপিবি) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল  ১লা মে বেলা ১১টার দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

  বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় ইউনাইটেড কমিউনিস্ট লীগ রাজবাড়ী জেলা শাখার সাম্পাদক সুশান্ত কুমার রায়, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুল সাত্তার মন্ডল, সিপিবি’র সদর উপজেলা শাখার সম্পাদক ধীরেদ্র নাথ দাস, জেলা ছাত্র ইউনিয়ের সভাপতি কাওসার আহম্মেদ রিপন ও ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুমার বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল হালিম বাবু। 

  এ সময় বক্তারা বলেন, আমাদের দেশে শ্রমিকদের উপর শোষণ বৈষম্য বেড়েই চলছে। আমাদের সকলের শ্রমিক শোষণের বিরুদ্ধে রুকে দাঁড়াতে হবে। নির্যাতিত শ্রমিকের পাশে থাকতে হবে। এই দেশের শ্রমিকরা এই সরকারের বিরুদ্ধে কোন আন্দোলন করতে পারে না।  করলেই তারা নানা ভাবে তাদের উপর নির্যাতন চালায়। তারাই ধারাবাহিকতায় চট্রগ্রামের বাঁশখালীতে ৫জন শ্রমিকের হত্যা করা হয়েছে। আমরা এসকল ঘটনাকে তীব্র নিন্দা জানাই। আমাদের সকলকে শ্রমিকদের স্বার্থ দেখতে হবে।

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ
কারাগারে যাওয়ার আগে জামায়াত নেতার সাথে সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর করমর্দন
সর্বশেষ সংবাদ