ঢাকা বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
কালুখালীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা॥উপেক্ষিত স্বাস্থ্যবিধি
  • রাকিবুল ইসলাম
  • ২০২১-০৫-০৩ ১৪:১৩:৩৭
কালুখালীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। তবে দোকান পাটে ভিড় বাড়ায় উপেক্ষিত হচ্ছে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। তবে দোকান পাটে ভিড় বাড়ায় উপেক্ষিত হচ্ছে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি।

  পবিত্র ঈদুল ফিতরের দিন যত ঘনিয়ে আসছে মানুষের মাঝে করোনাকে ড্যাম কেয়ার করে কেনাকাটার ধুম তত বেড়ে যাচ্ছে। তবে রোজার মাঝামাঝি থেকে গত কয়েকদিন উপজেলা শহরের মার্কেটগুলোতে মানুষের আনাগোনা বেশি দেখা যাচ্ছে।

  চলমান লকডাউনের মধ্যে দোকানপাট-শপিংমল খোলা রাখার ঘোষণায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খেলা থাকছে। তবে মার্কেটগুলোতে ক্রেতা-বিক্রেতার অধিকাংশ মানুষই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীন। 

  গতকাল সোমবার উপজেলার রতনদিয়া কাপড় বাজার, এসবি সুপার মার্কেট, মন্দির মার্কেট, চক্রবর্তী মার্কেট, সুধীর প্লাজাসহ অন্যান্য মার্কেটে উপচে পড়া ভিড় দেখা গেছে।

  এসবি সুপার মার্কেটের ব্যবসায়ী সোনায়েম খান বলেন, চলমান লকডাউন ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষের আয় কমে গিয়েছে। তেমন বেচাকেনা হচ্ছে না। তবে ঈদের ৩/৪ দিন আগে থেকে ক্রেতাদের ভিড় বাড়বে বলে আশা করি। স্বাস্থ্যবিধি মানাতে আমাদের বিশেষ নজর রয়েছে।

  মন্দির মার্কেটের ব্যবসায়ী পিংকু সিকদারের সাথে কথা বলে জানাগেছে, ক্রেতাদের মাঝে আমরা হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করছি। মাস্ক ছাড়া কোনো ক্রেতার কাছে আমরা বিক্রি করছি না। তবে অনেকেই শুধু দেখতে আসছেন, কেনা-কাটা কম লোকেরাই করছেন।

  তবে সচেতন মহল বলছেন, অতিরিক্ত জনসমাগম ও ভিড় করোনা সংক্রমন বাড়াতে পারে। সেজন্য সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করতে সরকারী নির্দেশনা রয়েছে।

রাজবাড়ী জেলার তিনটি উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন
ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের ১ম ধাপে পাংশা ও কালুখালীর প্রার্থীদের প্রতীক বরাদ্দ
রাজবাড়ী ট্রাফিক অফিস পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ