ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
রাজবাড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টের অভিযানে জরিমানা
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৫-০৩ ১৪:১৪:২৯
করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে গতকাল ৩রা মে রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব -মাতৃকণ্ঠ।

করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে মোবাইল কোর্টের অভিযানে রাজবাড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় ৭টি মামলায় ৩ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে। 

  গতকাল ৩রা মে বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব। 

  এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। 

  নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব বলেন, রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে ৭টি মামলায় ৩ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। 

  এছাড়া জনগণকে করোনা ভাইরাস সর্ম্পকে সচেতন করাসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। 

  তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানে সহযোগিতা করেন জেলা আনসার সদস্যদের একটি টিম। 

রাজবাড়ী সদর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক  পরিদর্শন করলেন জেলা সিভিল সার্জন
রাজবাড়ীতে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে পানি ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ