ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পাংশায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে হারভেস্টার মেশিন প্রদান
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৫-০৪ ১৪:৩৭:১২
পাংশায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পে ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে হারভেস্টার মেশিন প্রদান করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ৪ঠা মে দুপুরে সরকারী উন্নয়ন সহায়তার আওতায় খামার যান্ত্রিকীকরণ প্রকল্পে ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে হারভেস্টার মেশিন প্রদান করা হয়েছে। 

  কশবামাজাইল ইউপির কুঠিমালিয়াট গ্রামের কৃষক লিটন মন্ডলের হাতে আনুষ্ঠানিকভাবে চাবি প্রদান করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী।

  জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান করা হয়। 

  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ অফিসার কাজী এজাজুল করীম ও রাজবাড়ী জেলা কৃষি প্রকৌশলী ডঃ শাহ মোঃ ইউসুফ আলী প্রমূখ উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।

  কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, ২৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের কম্বাইন হারভেস্টার মেশিনটির জন্য কৃষক ১০ লাখ ৫০ হাজার টাকা সরকারী ভর্তুকি সুবিধা পেয়েছেন। এ মেশিনটি ব্যবহারের মাধ্যমে কৃষক মাঠে অল্প সময়ে বেশি ধান কাটতে পারবেন। মেশিনটি যত্নসহকারে ব্যবহারের দিকনির্দেশনা প্রদান করেন তিনি। 

  কৃষকদের চাহিদা অনুযায়ী খামার যান্ত্রিকীকরণ প্রকল্পে ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন কৃষি অফিসার রতন কুমার ঘোষ।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ