ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৫-০৫ ১৪:১৯:০৭
রাজবাড়ী থানার পুলিশ গত ৪ঠা মে বিকালে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী রাসেল খান ওরফে রাশেদকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী থানার পুলিশ গত ৪ঠা মে বিকালে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী রাসেল খান ওরফে রাশেদ (১৯)কে গ্রেফতার করেছে।

  সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বেজকোলা মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাশেদ সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বেজকোলা গ্রামের জামাল শেখের ছেলে। 

  রাজবাড়ী থানার এস.আই হিরণ কুমার বিশ্বাস বলেন, ফরিদপুর কোতয়ালী থানায় জিআর-৫৪৭/১৭ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাশেদকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বেজকোলা মাঠে অভিযান চালিয়ে গ্রেফতার করি। তাকে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আদালতের বিচারক ফারুক হোসাইনের আদালদে গত ২১শে মার্চ মাদক বিক্রির অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে উক্ত কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই আসামি পলাতক ছিল।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ