ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ীতে ১০ দফা দাবীতে ক্ষেতমজুর সমিতির মানববন্ধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-০৬ ১৪:৪১:২৭
১০ দফা দাবীতে গতকাল ৬ই মে সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি -মাতৃকণ্ঠ।

গ্রামীণ ক্ষেতমজুর কর্মহীন দুঃস্থ ২ কোটি পরিবারের ৩মাস বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান, করোনা ও বজ্রপাতে মৃতদের পরিবারকে ৫লক্ষ টাকা ক্ষতিপূরণ, বিনামূল্যে চিকিৎসা প্রদান ও স্থায়ী পল্লী রেশনিং ব্যবস্থা চালুসহ ১০ দফা দাবীতে গতকাল ৬ই মে সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।

  বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ।

  মানববন্ধনে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম, জেলা কমিটির সভাপতি মোঃ মুজিব আলম বকুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাবু, কৃষক সমিতির জেলা সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়াসহ অন্যান্যরা বক্তব্য দেন।

  বক্তারা বলেন, গত বছর করোনা মহামারির শুরুতে ৫০ লক্ষ পরিবারের তালিকা করে বিশেষ সহায়তা দেওয়ার কথা থাকলেও বাস্তবে সেখানে ব্যাপক দুর্নীতি-লুটপাট হয়েছে। যাদের সহায়তা পাওয়ার কথা তারা সেই টাকা পায়নি। তালিকায় ভুয়া নাম, দুর্নীতির কারণে বরাদ্দকৃত অনেক টাকা বিতরণই করা হয়নি। এমতাবস্থায় গত বছরের দুর্নীতির কথা মাথায় রেখে এবার যাতে কোন দুর্নীতি না হয় সঠিকভাবে তা দেখতে হবে। 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ