ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়নের মুজিব কানন ও মিনি শিশু পার্কে চলছে ডরিমন ট্রেন সংযোজন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-০৯ ১৪:৪৮:২৭

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত মুজিব কানন ও মিনি শিশু পার্কে যোগ হচ্ছে ডরিমন ট্রেন। ইতিমধ্যেই ৫টি বগি বিশিষ্ট এ ডরিমন ট্রেনটি ঢাকা থেকে আলীপুর ইউনিয়নে আনা হয়েছে। এখন চলছে সেটিং কাজ। 

  গতকাল ৯ই মে সকালে ডরিমন ট্রেনটির সেটিং-এর কাজ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। এ সময় আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান ও জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান মিন্টুসহ আলীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

  আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান জানান, এ ডরিমন ট্রেনটির মূল্য ৫লক্ষ টাকা। এর মধ্যে ৩লক্ষ টাকা দিয়েছে জেলা পরিষদ। বাকী ২লক্ষ টাকা আলীপুর ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে দেয়া হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে ট্রেনটির সেটিং-এর কাজ শুরু করা হয়েছে। আশা করছি ঈদের আগেই এ ডরিমন ট্রেনটি চালু করা সম্ভব হবে। ঈদের আগে যদি ডরিমন ট্রেনটি চালু করা যায় তাহলে এ পার্কে শিশুদের বিনোদনের জন্য ভিন্নমাত্রা তৈরী হবে। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ