রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত মুজিব কানন ও মিনি শিশু পার্কে যোগ হচ্ছে ডরিমন ট্রেন। ইতিমধ্যেই ৫টি বগি বিশিষ্ট এ ডরিমন ট্রেনটি ঢাকা থেকে আলীপুর ইউনিয়নে আনা হয়েছে। এখন চলছে সেটিং কাজ।
গতকাল ৯ই মে সকালে ডরিমন ট্রেনটির সেটিং-এর কাজ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। এ সময় আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান ও জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান মিন্টুসহ আলীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান জানান, এ ডরিমন ট্রেনটির মূল্য ৫লক্ষ টাকা। এর মধ্যে ৩লক্ষ টাকা দিয়েছে জেলা পরিষদ। বাকী ২লক্ষ টাকা আলীপুর ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে দেয়া হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে ট্রেনটির সেটিং-এর কাজ শুরু করা হয়েছে। আশা করছি ঈদের আগেই এ ডরিমন ট্রেনটি চালু করা সম্ভব হবে। ঈদের আগে যদি ডরিমন ট্রেনটি চালু করা যায় তাহলে এ পার্কে শিশুদের বিনোদনের জন্য ভিন্নমাত্রা তৈরী হবে।