ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর খানখানাপুরের ১৮৭৪টি অতিদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ ৪৫০ টাকা করে বিতরণ
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৫-১০ ১৪:৩৪:০৭

চলতি ২০২০-২০২১ অর্থ বছরে ভিজিএফ কর্মসূচীর আওতায় পবিত্র ঈদু-উল ফিতর উপলক্ষে ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের কারণে কর্মহীন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ১হাজার ৮৭৪টি অতিদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ ৪৫০ টাকা করে বিতরণ করা হয়েছে। 

  গতকাল ১০ই এপ্রিল সকালে খানখানাপুর ইউনিয়ন পরিষদে সদর উপজেলা প্রশাসন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উক্ত নগদ অর্থ বিতরণ করা হয়। 

  এ সময় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ফাইমি মোঃ সায়েফ, ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর শাখার রাজবাড়ী সদর উপজেলা শাখার উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক ও খানখানাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, ঈদুল ফিতরের আগেই রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নে পর্যায়ক্রমে ২৩ হাজার ৪২৯ পরিবারের মাঝে নগদ ৪৫০ টাকা করে মোট ১ কোটি ৫ লক্ষ ৪৩ হাজার ৫০ টাকা বিতরণ করা হবে।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ