ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ীর খানখানাপুরের ১৮৭৪টি অতিদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ ৪৫০ টাকা করে বিতরণ
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৫-১০ ১৪:৩৪:০৭

চলতি ২০২০-২০২১ অর্থ বছরে ভিজিএফ কর্মসূচীর আওতায় পবিত্র ঈদু-উল ফিতর উপলক্ষে ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের কারণে কর্মহীন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ১হাজার ৮৭৪টি অতিদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ ৪৫০ টাকা করে বিতরণ করা হয়েছে। 

  গতকাল ১০ই এপ্রিল সকালে খানখানাপুর ইউনিয়ন পরিষদে সদর উপজেলা প্রশাসন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উক্ত নগদ অর্থ বিতরণ করা হয়। 

  এ সময় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ফাইমি মোঃ সায়েফ, ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর শাখার রাজবাড়ী সদর উপজেলা শাখার উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক ও খানখানাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, ঈদুল ফিতরের আগেই রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নে পর্যায়ক্রমে ২৩ হাজার ৪২৯ পরিবারের মাঝে নগদ ৪৫০ টাকা করে মোট ১ কোটি ৫ লক্ষ ৪৩ হাজার ৫০ টাকা বিতরণ করা হবে।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ