ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
র‌্যাবের অভিযানে দৌলতদিয়া ঘাট থেকে পরিবহন চাঁদাবাজ চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-১২ ১৩:১১:৪৬

॥স্টাফ রিপোর্টার॥ র‌্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি দল আজ ১২ই মে বিকালে রাজবাড়ী জেলার দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে পরিবহন চাঁদাবাজ চক্রের ৯জন সদস্যকে গ্রেফতার করেছে।
  আজ বুধবার রাত পৌনে ১০টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি বিভিন্ন ধরনের গাড়ী থামিয়ে চাঁদা আদায় করছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ১২ই মে বিকালে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে চাঁদাবাজি চক্রের সদস্য ১। নজরুল ইসলাম(২৪), পিতা- হাশেম কাজী ওরফে শুকুর আলী, সাং-মজিদ শেখের পাড়া, ২। মমিনুল ইসলাম(২২), পিতা-নিজাম প্রামানিক, সাং কেউটিল, উভয় থানা-গোয়ালন্দ ঘাট, জেলা-রাজবাড়ী, ৩। বুলবুল মোল্যা(২৮), পিতা-মোঃ রুস্তম মোল্যা, সাং-গঙ্গরামপুর, থানা-শালিখা, জেলা-মাগুরা, ৪। শেখ শাদী(২১), পিতা-মোঃ জালাল মন্ডল, সাং-দেওয়ান পাড়া, ৫। মোঃ শহিদুল সরদার(২৮), পিতা-মোঃ ইউসুফ সরদার, সাং-মুন্সিপাড়া, উভয় থানা-গোয়ালন্দ ঘাট ৬। আরজু বেপারী(২৬), পিতা-মোঃ আশরাফুল ইসলাম, সাং-আহলাদিপুর, ৭। শহিদুল ইসলাম খোকন(২৩), পিতা-মোঃ আব্দুস সালাম, সাং-চর লক্ষীপুর, ৮। মোঃ সামসুদ্দিন মন্ডল(৭১), পিতা-মৃত খোরশেদ আলী মন্ডল, সাং-ভবানীপুর, সর্ব থানা-রাজবাড়ী সদর, এবং ৯। মোঃ মহিউদ্দিন শেখ(৩৮), পিতা-মৃত ওমর আলী শেখ, সাং-মজিদ শেখের পাড়া, থানা-গোয়ালন্দ ঘাট, সর্ব জেলা- রাজবাড়ীদের  আটক করে। এ সময় আটককৃতদের  হেফাজতে থাকা চাঁদাবাজির ১ লক্ষ ১হাজার ৫০০ টাকা, ১৪টি সীমকার্ডসহ ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়।      
  উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় চাঁদাবাজি আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ