ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী বাজারে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৫-১২ ১৬:৫৯:০৮

রাজবাড়ী বাজারে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯টি মামলায় ৫ হাজার ৬শত টাকা জরিমানা করা হয়েছে। 

  গতকাল ১২ই মে দুপুরে রাজবাড়ীর বাজারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব। 

  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ বলেন, রাজবাড়ীর বাজারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে ৯টি মামলায় ৫ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়। এ সময় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে তাদেরকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে বলেও তিনি জানান।

  অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারী ইন্সেপেক্টর সূর্য্য কুমার প্রামানিক ও জেলা ব্যাটালিয়ন আনসারের একটি টিম।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ