ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ী বাজারে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৫-১২ ১৬:৫৯:০৮

রাজবাড়ী বাজারে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯টি মামলায় ৫ হাজার ৬শত টাকা জরিমানা করা হয়েছে। 

  গতকাল ১২ই মে দুপুরে রাজবাড়ীর বাজারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব। 

  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ বলেন, রাজবাড়ীর বাজারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে ৯টি মামলায় ৫ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়। এ সময় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে তাদেরকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে বলেও তিনি জানান।

  অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারী ইন্সেপেক্টর সূর্য্য কুমার প্রামানিক ও জেলা ব্যাটালিয়ন আনসারের একটি টিম।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ