ঢাকা বুধবার, জুলাই ৯, ২০২৫
রাজবাড়ী জেলার ২লক্ষ ৪৭হাজার ২শত শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো শুরু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-১৭ ১৪:৫৭:৫৬
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন গত ১৬ই মে এক শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করেন -মাতৃকণ্ঠ।

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলার ১৩৮টি কমিউনিটি ক্লিনিকে ২ লক্ষ ৪৭ হাজার ২ শত শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর শুরু হয়েছে। গত ১৬ই মে থেকে ৫ থেকে ১৬ বছরের শিশুদের এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। চলবে ২০শে মে পর্যন্ত।

  গতকাল ১৭ই মে রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বিষয়টি নিশ্চিত করেন।

  রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, রাজবাড়ী জেলার ১৩৮টি কমিউনিটি ক্লিনিকে ২লক্ষ ৪৭ হাজার ২ শত শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধির ব্যাঘাত রোধে যাদের বয়স ৫ থেকে ১৬ বছরের মধ্যে তাদেরকে কমিউনিটি ক্লিনিকগুলোতে কৃমিনাশক ওষুধ খাওয়া হচ্ছে। 

  তিনি আরো বলেন, কৃমির সংক্রামণ শিশুকে রক্ত শূন্যতা, অপুষ্টি ও দীর্ঘ অসুস্থতার কারণ হতে পারে। তাই শিশুকে নিকটস্থ কমিউনিটি ক্লিনিকে কৃমিনাশক ওষুধ খাওয়ান। 

 রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুথানে গেজেটভুক্ত শহীদ ও আহতদের তথ্যাদি পর্যালোচনা সভা
কশবামাজাইলে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল  মতিউর রহমানের বাড়ীর গেটে সন্ত্রাসীদের হামলা
রাজবাড়ীতে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন
সর্বশেষ সংবাদ