ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
গোয়ালন্দ মোড়ে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ ২জন গ্রেপ্তার॥ট্রাক জব্দ
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৫-১৮ ১৫:১০:১৮
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১৮ই মে সকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

র‌্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গতকাল ১৮ই মে সকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

  গ্রেফতারকৃতরা হলো ঃ ফরিদপুর জেলার নগরকান্দা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান পলাশ(২৯) ও ভাংগা থানার হাজারহাটি গ্রামের মৃত দলিল উদ্দিন খরাদীর ছেলে জালাল খরাদী(৫০)।

  র‌্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ড অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ খোরশেদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীতে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা সাড়ে ৪২ কেজি গাঁজা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সিম কার্ড, ২টি মোবাইল ফোন, মাদক বিক্রির ১৫ হাজার টাকাসহ ১টি ট্রাক জব্দ করা হয়। 

  পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ