রাজবাড়ী ক্লাবের উদ্যোগে গতকাল ২০শে মে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
রাজবাড়ী শহরের পান্না চত্বরের মক্তব পৌর সুপার মার্কেটের ৩য় তলায় “রাজবাড়ী ক্লাব”-এর নিজস্ব কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন ৬ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
রাজবাড়ী ক্লাবের সভাপতি শাহিনুল ইসলামের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক কাজী হেফাজত আলী টিটু, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল হাসান খান, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক শরিফুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুজ্জামান সেলিম।
এছাড়া উপস্থিত ছিলেন রাজবাড়ী ক্লাবের সহ-সভাপতি মোঃ আজিমুল হক আজিম, সদস্য আসাদুজ্জামান লাবু, আজিজুল ইসলাম লাবলু, হাসানুজ্জামান সোহেল, মোঃ রশিদুজ্জামান দুলাল, ফিরুজ আলম ও জাকির হোসেনসহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে রাজবাড়ী ক্লাবের সভাপতি শাহিনুল ইসলাম বলেন, আমরা এই সংগঠন থেকে ছোট পরিসরে প্রথম বৃত্তি প্রদান শুরু করলাম। আগামীতে বড় পরিসরে করবো। প্রকৃত মেধাবী শিক্ষার্থীরাই এই বৃত্তিগুলো পাবে।
তিনি আরো বলেন, রাজবাড়ী ক্লাব নানা সামাজিক কর্মকান্ডের সাথেও জড়িত আছে। করোনার মধ্যে আমরা অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। আমরা সমাজের উন্নয়নের জন্য এক সাথে সবাই কাজ করে যাবো।
রাজবাড়ী ক্লাবের সাধারণ সম্পাদক কাজী হেফাজত আলী টিটু বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমরা আজকে যে সকল মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করছি। এরা একদিন বড় হয়ে রাজবাড়ীর জন্য কাজ করবে। সমাজের জন্য কাজ করবে।