ঢাকা শনিবার, এপ্রিল ২০, ২০২৪
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ৫০ জন লেখক ও সাংবাদিকের আড্ডা
  • নিউইয়র্ক থেকে তোফাজ্জল লিটন
  • ২০২১-০৬-০৭ ১৪:৪৯:১৪

ভার্জিনিয়ার জর্জ ম্যাশন ইউনিভার্সিটির মিলনায়তনে গত ৫ই জুন শনিবার গোধূলি বেলায় অন্তত ৫০ জন লেখক সাংবাদিক আড্ডায় মুখরিত হয়েছিলেন। আড্ডায় অংশ নিয়েছিলেন নিউইয়র্ক মেরিল্যান্ড ভার্জিনিয়া এবং ওয়াশিংটন ডিসি লেখক ও সাংবাদিকরা। 

  বীর প্রতীক ক্যাপ্টেন সৈয়দ মঈন উদ্দিন আহমেদকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন আড্ডায় আগত সবাই। প্রথম আলো অর্থ আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী লেখা বই ‘মহামারী করোনা : ডেটলাইন নিউইয়র্ক’ নিয়ে আলোচনা হয়।

  লেখক-স্থপতি আনোয়ার ইকবাল এবং ইব্রাহীম চৌধুরীর সঞ্চালনায় আলাপনে অংশগ্রহণ করেন আব্দুল ওদুদ চৌধুরী, হুমায়ূন রশিদ, মাহবুব লীলেন, শেফালী আনোয়ার, আশীফ এন্তাজ রবি, বিপুল, তোফাজ্জল লিটন, জীবক বড়ুয়া, রহমান মাহবুব, নাজীর উল্লাহ, এলিট গনছালভেস, রিফাত ফারজানা, শেলী জামান খান, ভায়লা সালিনা, সুবীর কাস্মীর পেরেরা ও শাওন রিচার্ড। 

  আরও ছিলেন রওশন হক, মনজুরুল হক, রোকেয়া দীপা, সৈয়দা শাহানা ইয়াসমিন, অনির্বাণ খন্দকার, আবু চৌধুরী, হাসনাত সানি, দীনা ফেরদৌস, নাসিমা সুলতানা, হাসনাত সানি, আবু সরকার, দেওয়ান আরশাদ আলী বিজয়, রওনক সিবি, মারুফ রহমান, মাহতাব আহমেদ, জাবেদ আলী, গোলাম মোর্শেদ, রউফ এম সরকার, তামান্না চৌধুরী, জাভেদ চৌধুরী ও এমদাদুল হক প্রমুখ।

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
সর্বশেষ সংবাদ