গার্মেন্টস অ্যাসোসিয়েশন অব নেপালের (এঅঘ) প্রেসিডেন্টের আমন্ত্রণে গত ৩রা সেপ্টেম্বর কাঠমান্ডুর একটি স্থানীয় হোটেলে সংস্থাটির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধনী অধিবেশনে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমান যোগ দেন।
অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমানকে আয়োজক সংস্থার পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে তিনি নেপালের পোশাক(জগএ) খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় করেন। আলাপকালে, তিনি পরিবর্তিত শুল্ক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে নেপালের তৈরি পোশাক রপ্তানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে রপ্তানিকারকদের সঙ্গে আলোচনা করেন। এছাড়া উভয় দেশের তৈরি পোশাক খাতে সক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও তারা আলোচনা করেন।
নেপালের সম্মানিত শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নেপালের এফএনসিসিআই, এনএফটিএ, এনসিসি, সিএনআই, এফএনসিএসআই’সহ নেপালের শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংগঠনগুলোর প্রধানগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।