রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে সরকারী কোষাগারের অর্থ আত্মসাৎ সহ নানাবিধ অনিয়মের অভিযোগের পরিপেক্ষিতে অভিযান চালিয়েছে দূর্নীতি দমন কমিশন(দুদক)।
গতকাল ৪ঠা সেপ্টেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুদক ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।
জানা গেছে, অভিযানকালে টিমের সদস্যরা ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সেবা গ্রহণের চেষ্টা করে। সেবাগ্রহীতাদের সাথে কথা বলে দুদকের টিম জানতে পারে দলিল লেখকরা সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থের বিনিময়ে দলিল সম্পাদন করে থাকেন। এ বিষয়ে সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের দুদক টিম সতর্ক করেন। অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগের অধিকতর যাচাইয়ের জন্য দুদকের টিম স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় কর রেজিস্টার, ব্যাংকে জমাকৃত চালান কপি ও অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করে।
অভিযানের সময় এনফোর্সমেন্ট টিমের কর্মকর্তারা সাব-রেজিস্ট্রার মোঃ মোমেন মিয়া, দপ্তরের অন্যান্য কর্মকর্তা, জমি রেজিস্ট্রি কাজে আগত লোকজন এবং দলিল লেখক নেতৃবৃন্দের সাথে কথা বলেন। তারা সাব-রেজিস্ট্রি অফিসের প্রয়োজনীয় কাগজপত্র পর্যবেক্ষণ করেন।
এ বিষয়ে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ বলেন, নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে আমরা দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে পাংশা সাব-রেজিস্ট্রি অফিসে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। এ সময় আমরা বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেছি। রেকর্ডপত্রসমূহ পর্যালোচনা পূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযানে দুদক ফরিদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ শামীমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪/ঈ নিউজ(১ম পাতায় ২নং ছবিসহ বক্স হবে)