ঢাকা শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াকান্দিতে র‌্যালী ও পথসভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৫-০৯-০৪ ১৫:৫২:৪৯

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে মনোনয়ন প্রত্যাশী হারুন-অর রশিদ হারুন বলেছেন, ফেব্রুয়ারী মাসে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হয় এজন্য মাঠে থেকে সবাইকে দলীয় নির্দেশনায় কাজ করতে হবে।
 গতকাল ৪ঠা সেপ্টেম্বর বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী শেষে পথসভায় তিনি একথা বলেন। 
 তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছে আগামী নির্বাচন ভোট কার্যক্রম যেন ব্যাহত না হয় তার জন্য তারা সর্বোচ্চ কাজ করবে। এজন্য বর্তমান সরকার যেন ব্যর্থ না হয়, যার যার ভোট সে নিজে ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারে এবং তাদের পছন্দের প্রার্থীকে সংসদে যেন পাঠাতে পারে এজন্য আমাদের কাজ করতে হবে। 
 তিনি আরও বলেন, জনগণ যদি তাদের ভোট নিজের পছন্দের প্রার্থীকে দিতে পারে তাহলে বাংলাদেশ থেকে সকল চক্রান্ত মুছে যাবে ইনশাআল্লাহ। আর সাধারণ মানুষ যদি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তাহলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া।
 বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূঁইয়ার সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু, বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মোঃ কামরুল আলম ও পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খাঁন বক্তব্য রাখেন।
 এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি জাফর আলী মিয়া, চৌধুরী মাহফুজুর চৌধুরী জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, বাচ্চু মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় উপজেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিয়নের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পাংশা সাব-রেজিস্ট্রি অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান
 বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াকান্দিতে র‌্যালী ও পথসভা
মাতৃকণ্ঠে সংবাদ প্রকাশের পর পদ্মায় নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ
সর্বশেষ সংবাদ