ঢাকা শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
সাবেক সংসদ সদস্য কাজী কেরামতের মামলার পরবর্তী তারিখ ৩১শে ডিসেম্বর
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৯-০৪ ১৫:৫৩:১৮

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ ও বিস্ফোরক আইনের মামলার আসামী কারাগারে থাকা রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীকে গতকাল ৪ঠা সেপ্টেম্বর ধার্য্য তারিখে কারাগার থেকে তাকে রাজবাড়ীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হায়দার আলীর আদালতে হাজির করা হয়।
 এ সময় তার পক্ষে নিযুক্ত আইনজীবী জামিনের আবেদন না করলে আদালত আগামী ৩১শে ডিসেম্বর এ মামলার পরবর্তী তারিখ ধার্য্য করেন। হাজিরা শেষে পুনরায় কাজী কেরামত আলীকে কারাগারে নিয়ে যাওয়া হয়
  জানা গেছে, গতকাল ৪ঠা সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানার মামলা নং-১, তারিখঃ ০২/০৯/২৪, জি.আর-৩৩৪/২৪ এর দন্ড বিধির ৩২৩/৩২৬/৫০৬ তৎসহ বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯০৮ এর ৩/৬ ধারায় দায়েরকৃত মামলার আসামী সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর হাজিরার দিন ধার্য্য ছিল। 
 উল্লেখ্য, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গত ৬ই এপ্রিল সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী(৭১)কে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। পরের দিন তাকে রাজবাড়ীতে নিয়ে আসা হয়। তাকে রাজবাড়ীর ঘটনায় শিক্ষার্থী রাজিব মোল্লার দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। রাজিব মোল্লার দায়ের করা মামলায় কাজী কেরামত আলী এজাহার নামীয় ২নম্বর আসামী। সে সময় আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এরপর গত ১৭ই এপ্রিল তার শুনানির তারিখ থাকলেও জজ কোর্টে নথি থাকায় শুনানির দিন পরিবর্তন হয়। এরপর গত ২৮শে এপ্রিল কাজী কেরামত আলীর শুনানির দিন ধার্য্য থাকলে তাকে আদালতে তোলা হয়। এ সময় রাজিব মোল্লার দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিকাইল জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করে। এছাড়াও রাজবাড়ী সদর থানায় জিসান খানের দায়ের করা মামলায় কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত শিকদার। শুনানি শেষে আদালত তাকে শ্যোন এ্যারেস্টে আবেদন মঞ্জুর করে।
 রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক(ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর নিয়মিত হাজিরার দিন ছিল আজ। তাকে রাজবাড়ীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজির করা হয়। তার পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেনি। তাই বিজ্ঞ বিচারক তার মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৩১শে ডিসেম্বর ধার্য্য করেছেন।

 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ দেশের মানুষের জন্য সততার সাথে কাজ করে গেছেন---সাবেক এমপি খৈয়ম
সাবেক সংসদ সদস্য কাজী কেরামতের মামলার পরবর্তী তারিখ ৩১শে ডিসেম্বর
রাজবাড়ীতে কালেক্টরেটের ৪জন সহকারী কমিশনারের বদলীজনিত বিদায় সংবর্ধনা
সর্বশেষ সংবাদ